Home BREAKING NEWS Rahul Gandhi : জেলে যেতে হচ্ছেনা, সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাহুল ! মোদি পদবী মামলায় স্থগিতাদেশ সুপ্রীম কোর্টের

Rahul Gandhi : জেলে যেতে হচ্ছেনা, সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাহুল ! মোদি পদবী মামলায় স্থগিতাদেশ সুপ্রীম কোর্টের

by News On Time Tripura
0 comment

দিল্লিঃ

স্বস্তি ফিরল কংগ্রেস শিবিরে। মোদী পদবি মামলায় শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাহুল গান্ধী মোদী পদবী মামলায় রাহুল গান্ধীর শাস্তির উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রীম কোর্ট। আবার সাংসদ পদ ফিরে পেতে পারেন রাহুল গান্ধী। জেলে যাওয়া থেকেও বেচে গেলেন তিনি। মোদী পদবি মামলায় সুরাত আদালত কর্তৃক জারি করা দুই বছরের সাজার উপর অবশেষে স্থগিতাদেশ জারিম করল সুপ্রীম কোর্ট। সেই সঙ্গে ওয়েনাড়ের বরখাস্ত সাংসদ রাহুলের পদ ফিরে পাওয়ার সম্ভবনাও তৈরি হল। ২৩ মার্চের সুরাত মেজিষ্ট্রেট আদালতের ৭ জুলাই সাজাকে বহাল রেখেছিল গুজরাত হাই কোর্ট। পরে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল রাহুল গান্ধীর। হাইকোর্টের রায়ের পর এক অংশের ধারনা করেছিল এই যাত্রায় জেলে যেতে হতে পারে রাহুল গান্ধীকে। তবে শুক্রবার সুপ্রীম কোর্টের এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাহুল গান্ধী।

You may also like