বিলোনিয়াঃ
চোরের হানা বিদ্যালয়ে । খুলে নিতে সক্ষম হলো বিদ্যালয়ে বসানো সিসিটিভি ক্যামেরা। ঘটনাটি ঘটে ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে। বিদ্যালয় চুরির ঘটনার খবর চাউর হতেই ক্ষোভের পাশাপাশি বিদ্যালয়ে রাত্রিকালীন পাহারার ব্যাবস্থার দাবি উঠছে পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও এলাকাবাসীদের পক্ষ থেকে । বিদ্যালয়ে চুরির বিষয় নিয়ে খবর দেওয়া হয় ঋষ্যমুখ ফাড়িতে। খবর পেয়ে ফাড়ির দায়িত্ব প্রাপ্ত অফিসার চাকলা জমাতিয়া সহ পুলিশ কর্মীরা ছুটে আসে বিদ্যালয়ে। সমস্ত কিছু দেখার পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন পালের সাথে কথা বলে চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। চুরির বিষয়ে কতটুকু কুল কিনারা করতে পারে পুলিশ এখন সেটাই দেখার।