বিশালগড়ঃ
প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর। ধনপুরের পর এবার বিশালগড়ে পৌঁছল ডেঙ্গু। বিশালগড়ের ঘনিয়ামারার বীরচন্দ্রপাড়ার এক নং ওয়ার্ডের মানিক চন্দ্র রায় বেশ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। এমনকি চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তী করা হয়। সেখানে ডেঙ্গু পরীক্ষা করানো হয় মানিক চন্দ্র রায়ের। পরীক্ষায় ধরা পরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। তবে এই বিষয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে কোন খবর না থাকলেও আমাদের প্রতিনিধির খবরে তড়িঘড়ি বিশালগড়ের ঘনিয়ামারায় চিকিৎসক প্রতিনিধি দল পাঠানো হয়।