
তেলিয়ামুড়াঃ
চোরের উপদ্রবে অতিষ্ঠ তেলিয়ামুড়ার জনজীবন! কখনো মন্দিরে আবার কখনো হাসপাতালে হানা চোর চক্রের! এবার রাতের অন্ধকারে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিশেষ দুটি কক্ষে চুরির চেষ্টা করে চোর চক্র। পরবর্তীতে বৃহস্পতিবার এই বিষয়টি নজরে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের। অন্যদিকে হাসপাতালের রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
উল্লেখ্য থাকে,, বুধবার রাতের অন্ধকারে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিনামূল্যে পরীক্ষা সেবা কক্ষ এবং ঔষধ বিতরণ কেন্দ্রের মূল ফটকের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে চোরচক্র। যদিও এই চুরি সফল ভাবে করতে পারেনি চোর। তবে রাত্রিকালীন সময়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের দ্বারা নিরাপত্তা ব্যাবস্থা রয়েছে। কিন্তু বেসরকারি নিরাপত্তা রক্ষীদের থাকা সত্ত্বেও কিভাবে হাসপাতালের ভেতরে প্রবেশ করে চোর চক্রের পান্ডারা এই চুরির চেষ্টা চালায়। এ নিয়ে উঠছে প্রশ্ন!
অন্যদিকে, প্রায় প্রতিদিনই তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, মন্দির সহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনা অব্যাহত রয়েছে। আর এই চুরির ঘটনাগুলির একাধিক অভিযোগও দায়ের হয়েছে তেলিয়ামুড়া থানায়, তেলিয়ামুড়া থানায় চুরির একাধিক অভিযোগ দায়ের হওয়ার পরেও চোর চক্রের পান্ডাদের ধরতে একপ্রকার ব্যর্থ তেলিয়ামুড়া থানার পুলিশ।।