Home BREAKING NEWS ত্রিপুরা প্রবেশের পথে আটক ৯০ বস্তা অবৈধ রাসায়নিক সার,

ত্রিপুরা প্রবেশের পথে আটক ৯০ বস্তা অবৈধ রাসায়নিক সার,

by News On Time Tripura
0 comment

করিমগঞ্জঃ

ত্রিপুরা প্রবেশের পথে মিনি লরি থেকে নব্বই বস্তা অবৈধ রাসায়নিক সার বাজেয়াপ্ত করল অসমের করিমগঞ্জ জেলার কাঁঠালতলী ফাড়ির পুলিশ।সাথে আটক করা হয়েছে রাজ্যের লরি চালক ও সহ চালককে।জানা গেছে কাঁঠালতলী পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আশিষ মোহন্তের কাছে গোপন খবর আসে বেশ কিছু রাসায়নিক সার অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করবে।সেই মোতাবেক কাঠালতলি বাজারে ওৎপেতে বসে ছিল অসম পুলিশ। অবশেষে বৃহস্পতিবার কাকভোরে TR-05-D/1864 নম্বরের একটি মিনি লরি(বলেরো) কাঠালতলি বাজারে বিকল্প জাতীয় সড়কদিয়ে প্রবেশ করলে লরিটি দাড় করায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। পরে ঐ লরিতে তাল্লাশি চালিয়ে নব্বই বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।সাথে লরি চালক জিয়াব উদ্দিনকে ও সহ চালক দেবব্রত দেবকে আটক করা হয়। চালকের বাড়ি ত্রিপুরার উত্তর জেলার প্রেমতলায়।এবং সহ চালকের বাড়ি উত্তর জেলার চুরাইবাড়িতে বলে জানা গেছে। তাদের কাছ থেকে সারের কোনও বৈধ কাগজ পত্র পায়নি পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে এই সার সমূহ ত্রিপুরায় পাচারের উদ্দেশ‍্যে নিয়ে আসছিল। বর্তমানে চালক ও সহচালকে অসম পুলিশের হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato