Home BREAKING NEWS কর্মসূচিহীন কংগ্রেসকে উজ্জীবিত করতে খোয়াইতে কংগ্রেস সভাপতি

কর্মসূচিহীন কংগ্রেসকে উজ্জীবিত করতে খোয়াইতে কংগ্রেস সভাপতি

by News On Time Tripura
0 comment

খোয়াইঃ

কর্মসূচিহীন খোয়াইয়ের কংগ্রেসকে লোকসভা নির্বাচনের পূর্বে কিছুটা উজ্জীবিত করতে বুধবার দুপুরে খোয়াই কংগ্রেস ভবনে এলেন রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। ওনার সঙ্গে আসেন দিবা চন্দ্র রাংখল সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ সভাপতি স্থানীয় নেতৃত্ব এবং সমর্থিতদের নিয়ে একটি বৈঠক করেন খোয়াই কংগ্রেস ভবনে। সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়গুলোই ছিল আলোচনার মূল লক্ষ্য। পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনা করতে গিয়ে প্রদেশ সভাপতি বর্তমান রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন রাজ্যের মানুষকে এই দলটা ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে ঠেলে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত নেতৃত্বরা তাদের নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ের উদ্দেশ্যে দৌড় ঝাঁপ শুরু করেছে। এই সরকারটা সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটাই করতে পারেনি। এরা মুখে শুধু সুশাসনের কথা বলছে। রাজ্যে এরা দ্বিতীয়বার ক্ষমতাসীন হলেও রাজ্যের ৬১% মানুষ এদের বিরুদ্ধে।

You may also like