Home BREAKING NEWS Road Accident – দুই বাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

Road Accident – দুই বাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

by News On Time Tripura
0 comment

কৈলাশহরঃ

বুধবার রাতে কৈলাশহর ভগবাননগর রেডিও সেন্টারের বিপরীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক গুরুতরভাবে আহত তিন। এদিন রাত আনুমানিক ৯ টায় কৈলাশহর ইরানি এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে আতাউর রহমান (৩০),  TR05E6054 নম্বরের একটি বাইক নিয়ে ভগবাননগরের দিক থেকে কৈলাশহরের উদ্দেশ্যে আসছিলেন, ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি নাম্বার বিহীন বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।  বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ছুটে আসে। নাম্বারবিহীন বাইকটির মধ্যে তিনজন গুরুতর আহত হয়।  খবর পেয়ে কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত চারজনকে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাইক চালক আতাউর রহমানকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি গুরুতর আহত তিন জনের চিকিৎসা চলছে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে।  এরমধ্যে একজনের অবস্থা সংকটজনক । জানা যায় নিহত আতাউর রহমান ঠিকাদারের কাজ করতেন।  

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato