ধনপুরঃ
ডেঙ্গু সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো ধানপুরে। মৃত ব্যাক্তির নাম সুভাষ সরকার। বয়স ৬৫ বছর । বাড়ি ধানপুরের সঙ্খমুড়া এলাকায়।
প্রায় ২ সপ্তাহ যাবৎ সোনামুড়া মহকুমার ধানপুরে দাপট দেখাচ্ছে সংক্ৰমণ ব্যাধি ডেঙ্গু। এই ভয়াল জ্বরে আক্রান্ত বহু মানুষ। প্রথম অবস্থায় এই ডেঙ্গুর সংক্রমণের ঘটনা স্বীকার করছিলো না স্বাস্থ্য দপ্তর। পরে যখন তা প্রকাশ্যে আসে ততক্ষনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুভাষ সরকার নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হলো গতকাল গভীর রাতে। তার বাড়ি ধানপুরের সঙ্খমুড়ায়। মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন শরীরে জ্বর অনুভূত হওয়ায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলায় নিয়ে যাওয়া হয়। টি.এম.সি-তে নিয়ে গেলে হাসপাতালটির পরিষেবায় সন্তুষ্ট হতে না পেরে অবশেষে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এক প্রকার ডেঙ্গু সংক্রমণে এই প্রথম মৃত্যুর ঘটনাও এক আজ্ঞাত কারনে ধামাচাপা দিতে সচেষ্ট হয়েছিল স্বাস্থ্য দপ্তর। সাংবাদিকদের কাছে মহকুমার অন্তর্গত স্বাস্থ্য দপ্তরের কোন কর্তাই প্রথম অবস্থায় ঘটনার সত্যতা স্বীকার করেননি। পরে অবশ্য মহকুমা স্বাস্থ্য আধিকারিকের দ্বায়ীত্বে থাকা চিকিৎসক রাজেশ দাস জানিয়েছেন এন্টিজেন টেস্টে মৃত সুভাষ সরকারের ডেঙ্গু সংক্রমণের ঘটনা ধারা পড়েছিল।