
ধর্মনগরঃ
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ উত্তর জেলার ধর্মনগর বিবিআই মাঠে ড্রোন ক্যামেরা দিয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর থানার অতিরিক্ত ওসি মমতাজ হাসিনা সহ অনান্য পুলিশ কর্মীরা। জানা গেছে, এখন থেকে উত্তর জেলার পুলিশের সাথে যুক্ত হয়ে কাজ করবে এই ড্রোন ক্যামেরা। বিভিন্ন এলাকায় নজরদারি রাখার ক্ষেত্রে উন্নতমানের এই ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে। বিভিন্ন নেশা সামগ্রী পাচার ও অসামাজিক কার্যকলাপের উপর গতিবিধির রাখতে এই ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে। এদিন প্রায় একঘণ্টা গোটা ধর্মনগর শহরের উপর ড্রোন ক্যামেরা চালিয়ে এর মহড়া অনুষ্ঠিত হয়। যার নজরদারি করেন পুলিশ সুপার নিজে। তিনি নিজেই ড্রোন ক্যামেরা চালান। তবে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেননি পুলিশ সুপার।