আগরতলাঃ
আইজিএম হাসপাতালে শুরু হল আগরতলা সরকারী নার্সিং কলেজের। মুখ্যমন্ত্রীর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল সরকারী এই নার্সিং কলেজ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আরও এক নতুন পালক। রাজধানীতে নতুন নার্সিং কলেজ উদ্বোধন করে রাজ্যে স্বাস্থ্য দপ্তরের উন্নতিতে বর্তমান রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি জানান রাজ্যে তৃতীয় মেডিক্যাল কলেজ খুলতে যাচ্ছে আমবাসায়। বেসরকারি মেডিক্যাল কলেজের জন্য ইতিমধ্যেই মৌ সাক্ষর হয়ে গেছে, স্থানও নির্ধারন হয়ে গেছে। তিনি বলেন আইজিএম হাসপাতালে এই বছরই চালু হতে যাচ্ছে রাজ্যের প্রথম ডেন্টাল কলেজ। একই অর্থবর্ষে গোমতী জেলায় ৪০ আসনের জিএনএম নার্সিং ট্রেইনিং সেন্টারও খোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যে ‘হেলথ হাব’ (Health Hub )করার পরিকপ্লনা নিয়ে কাজ করছে।