আগরতলাঃ
নিজে একজন ব্যাডমিন্টন প্ল্যায়ার ছিলেন। কলেজস্তরে অনেক ট্যুর্নামেন্টেই অংশগ্রহন করেছিলেন। একাধিক স্থানেই নিজ ভাষনে ব্যাডমিন্টিন নিয়ে তার আগ্রহের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর সারাদিনের ব্যস্ততায় ভরা কাজের ফাকে সুযোগ পেয়ে ব্যাডমিন্টনের কোর্টে নামা থেকে নিজেকে আটকাতে পারেননি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। র্যাকেট হাতে নিয়ে পুরনো স্মৃতির কিছুটা রোমন্থন করলেন। আর কয়েক মিনিটেই দক্ষ ব্যাডমিন্টন প্ল্যায়ার হিসেবে নিজের জাত চিনিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।