Home BREAKING NEWS Illegal Immigration: আন্তর্জাতিক মানব পাচার চক্রে যুক্ত ত্রিপুরার দুই যুবককে গ্রেপ্তার করল আসাম পুলিশ

Illegal Immigration: আন্তর্জাতিক মানব পাচার চক্রে যুক্ত ত্রিপুরার দুই যুবককে গ্রেপ্তার করল আসাম পুলিশ

by News On Time Tripura
0 comment

ঋষ্যমুখঃ

আন্তর্জাতিক মানব পাচার চক্রে যুক্ত ত্রিপুরার দুই যুবককে গ্রেপ্তার করল আসাম পুলিশ। বিলোনিয়ার ঋষ্যমুখের নম:পাড়া থেকে কার্তিক নম ও শিব শংকর ঘোষ নামে দুই যুবককে গ্রেফতার করে করিমগঞ্জ থানার পুলিশ। রবিবার রাতে করিমগঞ্জ থেকে আসাম পুলিশ বিলোনিয়া থানাতে হাজির হয়। মানব পাচারের মামলার সুত্র ধরে গ্ৰেপ্তার করে আসামে নিয়ে যায় অভিযুক্ত দুই যুবককে । অভিযুক্তদের নাম কার্তিক নমঃ ও শিব শংকর ঘোষ। উভয়ের বাড়ি ঋষ্যমুখ  ব্লকের নমঃ পাড়া এলাকায়। তাদের দুজনকে নমঃ পাড়া বাসভবন থেকে গ্ৰেপ্তার করা হয়। আসামে মামলা নম্বর এসটিএফ 1/23 । ভারতীয় দন্ডবিধি 120b, 121a, 153 a1b ,460,471 সহ আরো অন্যান্য ধারা নিয়ে মামলা গ্ৰহন করে।

জানা যায়, আসাম পুলিশ, বিএসএফ, ও বিলোনিয়া থানার পুলিশের যৌথ অভিযান চালায় ঋষ্যমুখ ব্লকের নমঃ পাড়াতে। রবিবার গভীর রাতে এই অভিযান চালানো হয় । মানব পাচারের মামলার সুত্র অনুযায়ী শিব শঙ্কর ঘোষ এবং কার্তিক নমঃকে গ্রেপ্তার করে৷ রবিবার রাতেই আসাম পুলিশ গ্রেপ্তার হওয়া কার্তিক ও শিব শংকরকে নিয়ে আসামের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato