আগরতলাঃ
রাজধানীবাসীর আমোদপ্রমোদের জন্য চালু হল “উইকেন্ড ট্যুরিস্ট হাব” (weekend tourist hub @agartala)। সারা সপ্তাহ কাজের পর পরিবার নিয়ে কুয়ালিটি সময় কাটানোর ঠিকানা ছিল না। এবার সেই সুযোগ করে দিল ত্রিপুরা পর্যটন দপ্তর। রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনের এলাকায় তৈরী করা হয়েছে “উইকেন্ড ট্যুরিস্ট হাব” (weekend tourist hub @agartala)। এই স্থানে সাধারণ মানুষের জন্য থাকবে বিভিন্ন আমোদপ্রমোদ এবং বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন ‘ইট উইল ক্লিক’ (It will click)। প্রতি শনিবার রবিবারে এইস্থানে জনপ্লাবন হবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রবিবার সন্ধ্যায় “উইকেন্ড ট্যুরিস্ট হাব” (weekend tourist hub @agartala) এর উদ্বোধন করেন। পর্যটন মন্ত্রী বলেন কোলকাতার পার্ক স্ট্রিট, গ্যাংটকের এমজি মার্গ, সিমলার মল রোডের আদলেই আগরতলাতে পথ চলা শুরু করল “উইকেন্ড ট্যুরিস্ট হাব” (weekend tourist hub @agartala)।