বিশ্রামগঞ্জঃ
গেজেটেড অফিসার সংঘ সিপাহীজলা জেলা ইউনিটের উদ্যোগে রবিবার বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস কমিউনিটি হলে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন। তাছাড়া গেজেটেড অফিসার্স সংঘের সিপাহীজলা জেলা ও রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক কিশোর বর্মনকে সংবর্ধনা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। পরবর্তী সময় যে সকল ছাত্র-ছাত্রীরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বছর সিপাহী জলা জেলা জেলা থেকে রাজ্যের কৃতি তালিকায় স্থান করে নিয়েছিলেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর বর্মন বলেন আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন অসাধ্যকে সাধ্য করেছে। বিভিন্ন গ্রহ এবং উপগ্রহ তে বিজ্ঞান নতুন আবিষ্কারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তের কোন বিকল্প এখনো আবিষ্কার হয়নি। যার ফলে রক্ত কেবলমাত্র দানের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। তাছাড়া মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সম্প্রতি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং সংগঠন যেভাবে রক্তদানের মত কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসা জনক। আর তার ফলে বর্তমানে রক্তদান এক উৎসবে পরিণত হয়েছে। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন অনেক ছাত্র-ছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ভালো ফলাফল করা সত্ত্বেও ভবিষ্যতে সঠিক পথ বেছে নিতে না পারায় লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে না সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। বর্তমান সময়ে বিভিন্ন কারণে যুবসমাজ বিপথে চালিত হচ্ছে। অথচ এই যুবসমাজে আগামী দিনে দেশ এবং রাজ্যের পরিচালনা করবে। তাই এই যুবসমাজকে এবং তাদের ভবিষ্যৎ কে সুরক্ষিত করতে বিশেষ ভূমিকা নিতে হবে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের। তাছাড়া বিধায়ক ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বিভিন্ন মনীষীদের বীরগাথা এবং সাফল্যের কাহিনীও তুলে ধরেন নিজ বক্তব্যে এবং তাদের সুদূর ভবিষ্যতের সাফল্য কামনা করেন।