ধনপুরঃ
রাজ্যে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। রাজ্যের বিভিন্ন স্থানের সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে সোনামুড়া মহকুমার ধানপুরের বিভিন্ন এলাকায়। এখনো পর্যন্ত সরকারি ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬২ হলেও বেসরকারি সূত্রে তা অনেক বেশি। ধনপুর জুড়ে চলছে সচেতনাতামূলক নানান কর্মসূচি।
বাংলাদেশে ডেঙ্গু মারাত্বক আকার ধারণ করেছে বেশ কিছুদিন যাবৎই। আর সীমান্ত লাগুয়া ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে প্রায় ২ সপ্তাহ যাবৎ বাড়ছিল জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। অভিযোগ প্রথমে বিষয়টিকে তেমন পাত্তা দেয়নি স্বাস্থ্য দপ্তর। এরপর চিৎসকদের ধারণা হয় তা টাইফয়েড হতে পারে। এরপর ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের মধ্যে শুরু হয় ডেঙ্গুর এন্টিজেন টেস্ট। পরে আরো নিশ্চিত হওয়ার জন্য এলাইজা টেস্টের জন্য সেম্পল পাঠানো হয় এ.জি.এম.সি-তে। গত সোমবার এই জ্বর যে ডেঙ্গু তা নিশ্চিত হয় চিকিৎসকরা। এরপরও একপ্রকার চলছিল বিষয়টিকে ধামাচাপা দেওয়ার প্রায়শ। কর্মরত সাংবাদিকরা বহু চেষ্টা করেও স্বাস্থ দপ্তরের কারোর মুখ থেকে বিষয়টির সত্যতা বের করে আনতে পারেননি। অবশেষে গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য আধিকারিক। ততক্ষনে ধনপুরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২ জন। এখন এই ভয়াল জ্বর কিভাবে সামাল দিচ্ছে স্বাস্থ দপ্তর ? এই বিষয়ে জানিয়েছেন ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইনচার্জ ডাক্তার সুমন্তিকা দাস।কি ধরনের উপসর্গ রয়েছে ডেঙ্গু জ্বরের ? বলেছেন চিকিৎসক সুমন্তিকা।