ধর্মনগরঃ
সাব্রুম মহকুমা, মনু বাজার থানার অধীনে, সাতচাঁদ আর.ডি.ব্লকের অন্তর্গত গুয়াচাঁদ নন্দীগ্রাম পঞ্চায়েতের হরিণা মাস্টার পাড়া এলাকার বাসিন্দার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত শুভাশিস নাহা । সাব্রুম-আগরতলা ৮-নং জাতীয় সড়কের পাশে থাকা হরিণা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ পরিবাহিতার দীর্ঘদিন যাবৎ বিপদজনক অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। স্কুলের পেছনের বাড়ি তথা সাব্রুম-আগরতলা ৮-নং জাতীয় সড়কের পাশে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত শুভাশিস নাহা এবং উনার পরিবারের সদস্যরা বহুবার ফিইডকও নামক বেসরকারী বহি: রাজ্যের বিদ্যুৎ সংস্থার সাব্রুমের কর্মরত আধিকারিকদের বহুবার জানিয়েছেন । বহুবার ঐ মৃত ব্যক্তিসহ পরিবারের লোকজনরা ঐ বেসরকারী সংস্থাটির আধিকারিকদের বলার পরও কোন প্রকার কর্ণপাতই করল না। সাব্রুমের ফিইডকও আধিকারিকদের গাভীরতীর কারণে মৃত শুভাশিস নাহা গৃহপালিত গবাদি পশুকে ঘাস খাওয়াতে গিয়ে সেকেন্ডের মধ্যেই একটি তরতাজা প্রাণ চলে যায়।
আজ দুপুরবেলা মুহূর্তের মধ্যে হরিণা বাজার এলাকাতে শুভাশিস নাহা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই মর্মান্তিক খবরটি ছরি পড়তেই এলাকার লোকজনরা তীব্র ক্ষোভে ফেটে উঠে মৃত ব্যক্তি শুভাশিস নাহার বাড়ীর সামনে তথা সাব্রুম-আগরতলা ৮-নং জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধে বসেন। জাতীয় সড়কে বসা বিক্ষোভকারীদের মূল দাবী ফিইডকও নামক বেসরকারী সংস্কার সাব্রুমের কর্মরত আধিকারিকরা যাতে ঘটনাস্থলে হাজির হয় ! দীর্ঘক্ষণ তীব্র উত্তেজনা মধ্যে দিয়ে সাব্রুম-আগরতলা ৮-নং জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে। অবশেষে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে হাজির হয়, সাব্রুম মহকুমারের পুলিশ সুপার এবং সাব্রুম মহকুমারের প্রশাসনের কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। আর এই মৃত্যুর খবরটি শুনতে পেয়ে, সাব্রুমের ফিইডকও নামক বেসরকারী সংস্কার সাতচাঁদ আর. ডি. ব্লক. সংলগ্ন অফিস, সাব্রুমের অফ্রিস টিলার অফ্রিস এবং ২৪ ঘন্টার জরুরী পরিসেবা দেওয়ার অফ্রিসটি তথা দুপুরবেলার পর থেকে সাব্রুম মহকুমারের সমস্ত অফিসে তালা বন্ধ করে পালিয়ে উধাও হয়ে গেল। দীর্ঘ প্রায় বেশ কয়েক ঘন্টা মৃত ব্যক্তি শুভাশিস নাহা বিদ্যুৎ পরিবাহী তারটির লাইনে ছিলেন। ফিইডকও নামক বেসরকারী সংস্কার সাব্রুমের কর্মরত আধিকারিকরা এবং জরুরী পরিষেবা দেওয়ার কর্মরত কর্মীরা ঐ স্থানে উত্তেজিত জনতার পরবে তার কারনে আসতে সাহস করেনি। ঠিক বিকালবেলা পরে প্রশাসনের নির্দেশে কোনক্রমে দক্ষ বিদ্যুৎ কর্মীকে দিয়ে লাইন থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর মৃতদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মৃত ব্যক্তি শুভাশিস নাহার বাড়ীর পরিবারের পক্ষ থেকে মনু বাজার থানার আজ কিছু কখন আগে ফিইডকও নামক বেসরকারী সংস্কার সাব্রুম মহকুমারের কর্মরত ডি ম , এস টি এম , সিনিয়র ম্যানাজার সহ আরো বেশ কয়েকজনের নামে এই মামলা করেন। এখন দেখার বিষয় এই মামলাটি হাতে মনু বাজার থানার কি ভূমিকা পালন করবে ? সাব্রুমের উত্তেজিত জনতার ক্ষোভের মুখে কি আগামীকাল থেকে ফিইডকও নামক বেসরকারী সংস্কার সাব্রুম মহকুমারের সমস্ত অফিস খুলতে পারবে ! আর এই মৃত্যুর খবরটি পুরো সাব্রুম মহকুমারের ছড়িয়ে পরার পর শোকের ছায়া নেমে আসেন।