বক্সনগরঃ
উপ নির্বাচনের আগে বক্সনগরে বিজেপির বাজিমাত। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৪০০০ ভোটারের বিজেপিতে যোগদান। ২০২৩ এ বক্সনগর থেকে সিপিএম প্রার্থী শামসুল হক জয়ী হয়েছিলেন। সম্প্রতি তাঁর মৃত্যুর পর এই বিধানসভাতেও উপ নির্বাচন হবে ধনপুরের সাথে। আর এর আগে শুক্রবার এক বিশাল জনসভার মধ্য দিয়ে ৪ হাজার ১৫ ভোটারের যোগদানের মধ্য দিয়ে বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি। মুলত এই এলাকার বিজেপি নেতা তথা ২০২৩ বিধানসভা নির্বাচনের বিজিত প্রার্থী তপাজ্জল হোসেনের নেতৃত্বেই হয় এই যোগদান সভা। আর এই যোগদানের পর উপ নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে অনেকটাই এগিয়ে গেলেন তপাজ্জল। মুখ্যমন্ত্রী, দলের প্রদেশ সভাপতি সহ রাজ্য স্তরীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই যোগদান সভায়।