কাঠালিয়াঃ
দেশের প্রধানমন্ত্রীর দিশাতেই মানুষের সমস্যা গুলি চিহ্নিত করে তা সমাধান করার কাজ করছে বর্তমান রাজ্য সরকার। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অধীন থলিবাড়িতে লাভার্থী সম্মেলনে যোগ দিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টরমানিক সাহা।
সরকারি বিভিন্ন প্রকল্পে যেসমস্ত মানুষ সুযোগ সুবিধা পেয়েছেন জনজাতি অধ্যুষিত সোনামুড়া মহকুমার থলিবাড়িতে এমন লাভার্থীদের নিয়ে শুক্রবার সভা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোনামুড়া মহকুমা প্রশাসন ও কাঠালিয়া ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত এই লাভার্থী সম্মেলনে মানুষের মনের কথা শুনেন মুখ্যমন্ত্রী।
সভায় জনজাতি সহ রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নে রাজ্য সরকার কি কি কাজ করছে ? তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করেন জনজাতি কল্যানে ৩০ কোটি টাকা বরাদ্ধের কথা। বিভিন্ন কলেজে উপজাতি ছাত্রাবাস নির্মাণ , বড়মুড়া ,গন্ডাছড়ার নাম কাকবরকে করা ইত্যাদি বিষয়। বলেন রাজ্যের মানুষ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যথাযথ ভাবে পেয়ে খুশি। তা বুঝা যায় তাদের সঙ্গে কথা বললেই।
মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশাতেই মানুষের সমস্যা গুলি চিহ্নিত করে তা সমাধানের কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এই লাভবার্থী সভায় সাধারণ মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাস।, পুলিশ সুপার ,জেলার সভাধিপতি সমেত বিশিষ্ট জনেরা ।