বিশালগড়ঃ
মা’য়ের মৃত্যুর দশদিনের মাথায় ভাইয়েদের মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষ। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে দেবরের মারে আহত বৌদি। ফের পাল্টা প্রতিরোধে আহত দেবর। ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়। জানা গেছে দীর্ঘদিন যাবত পারিবারিক ঝামেলা চলছিল কদমতলী এলাকার আপন ভাই জাকির মিয়া এবং লিটন মিয়ার পরিবারের মধ্যে। অভিযোগ শুক্রবার সন্ধ্যায় একই বিষয়কে কেন্দ্র করে লিটন মিয়া লাঠি শাবল দিয়ে আক্রমন চালায় জাকির মিয়া এবং জাকির মিয়ার স্ত্রীর উপর। এতে গুরতর জখম হয় জাকির মিয়ার স্ত্রী পার্ভিন বেগম। পরে জাকির মিয়া সহ বাড়ির অন্যান্যদের পাল্টা প্রতিরোধে জখম হয় লিটন মিয়া। পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করে দেয়। উভয় পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানা গেছে।