Home BREAKING NEWS সংশোধিত বন সংরক্ষণ বিল পাশ লোকসভায় ! অরণ্যবাসীদের অধিকার বিপন্নের আশঙ্কা বিরোধীদের

সংশোধিত বন সংরক্ষণ বিল পাশ লোকসভায় ! অরণ্যবাসীদের অধিকার বিপন্নের আশঙ্কা বিরোধীদের

by News On Time Tripura
0 comment

দিল্লিঃ

বাদল অধিবেশনে মনিপুর ইস্যুতে সংসদের উভয় ভবনে বিরোধীরা প্রদর্শন করছে। আর অন্যদিকে সরকারের দাবী বিরোধীদের কারনেই চর্চা সম্ভব হচ্ছে না। তারই মধ্যে বাদল অধিবেশনের পঞ্চম দিনে বন সংরক্ষণ (সংশোধনী) বিল লোকসভায় পাশ করিয়ে নিল নরেন্দ্র মোদী সরকার। বিরোধীদের অভিযোগ, ‘বিজেপি-ঘনিষ্ঠ’ শিল্পপতিদের হাজার হাজার বর্গ কিলোমিটার অরণ্যভূমি তুলে দেওয়ার উদ্দেশ্যেই নজিরবিহীন দ্রুততায় নয়া বন সংরক্ষণ আইন কার্যকর করতে সক্রিয় হয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বুধবার লোকসভায় বন সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন। কোনও আলোচনা ছাড়াই তা পাশ হয়ে যায়। গত এপ্রিলে বাজেট অধিবেশনে সরকার পক্ষের তরফে বিলটি পেশের পরে তা পাঠানো হয়েছিল সংসদের সিলেক্ট কমিটিতে। তাৎপর্যপূর্ণ ভাবে বন ও পরিবেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে বিল পাঠানো হয়নি।

নয়া বিলে যে ভাবে সীমান্ত থেকে ১০০ কিলোমিটার এলাকা পর্যন্ত বনভূমি ধ্বংসের বন্দোবস্ত রাখা হয়েছে, তাতে জনজাতিদের স্বার্থে ইউপিএ আমলে চালু করা ‘অরণ্যের অধিকার আইন’ লঙ্ঘিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা । চিড়িয়াখানা, সাফারি পার্ক এবং ইকো-ট্যুরিজ়মের অছিলায় শিল্পগোষ্ঠীগুলি সহজেই সরকারি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে অরণ্যবাসী জনজাতিদের উৎখাত করতে পারবে বলে অভিযোগ। যদিও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ‘‘রেললাইন, সড়কের মতো উন্নয়ন প্রকল্পের জন্যই অরণ্যভূমির নিয়ন্ত্রিত ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে বিলের খসড়ায়।’’

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato