উদয়পুরঃ
বেতন বঞ্চনা হাসপাতালের সাফাই কর্মীদের। হাসপাতাল এবং রোগীদের ময়লা আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছতার প্রতীক এই সাফাই কর্মীরা যখন বেতন না পায়, তার থেকে দুঃখজনক আর কিছু হতে পারেনা। ইহা প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের অপমানের সমান।
দীর্ঘ দিন ধরে উদয়পুর টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে ৫১ জন সাপাই কর্মী বেতন বঞ্চনায় ভুগছেন। দিনের পর দিন মাসের পর মাস কাজ করে থাকলেও বেতনের বেলায় তাদের ঘোরানো হয়। তিনমাসের বেতন জমে গেলে, একমাসের বেতন দেওয়া হয়। দীর্ঘদিন যাবৎ এই বৈষম্য চলছে। তাদের বেতনের দায়ভার বেসরকারি সংস্থার হাতে থাকলেও সরকার কোন ভাবেই এর থেকে দায় সরাতে পারেনা।
বুধবার আবার সাফাই কর্মীরা কর্ম বিরতি পালন করে । এবং বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। সাফাই কর্মীদের কর্ম বিরতিতে হাসপাতালের পরিষেবাও চরমভাবে ব্যহত হয়। তবে কোরনা কাল এবং তারই সাথে প্রধানমন্ত্রীর অত্যন্ত জনপ্রিয় প্রকল্প স্বচ্ছ ভারতের প্রথম সারির যোদ্ধাদের এই বেতন বঞ্চনায় আবারও স্বাস্থ্য দপ্তরের পরিসেবার উপর প্রশ্ন উঠে এল ।