বিশালগড়ঃ
দেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের বীর শহীদদের স্মরণে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের ৭৫টি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এক অভূতপুর্ব অনুষ্ঠান। অনন্য এই কর্মসূচী “৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরোকে নাম” কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলাভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোমবার। সিপাহীজলা জেলা প্রশাসন এবং সিপাহী জেলা ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলার মোট ১৫টি গ্রাম থেকে যুবক-যুবতীরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে। ম্যারাথন দৌড় শুরু হয় বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে সমাপ্তি হয় বিশালগড় মহকুমা অফিস সংলগ্ন স্থানে । পরে প্রতিযোগী প্রতিযোগিনীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশালগড় মহকুমা অফিসে। বিশালগড় মোটর স্ট্যান্ডে এই কর্মসূচীর শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধীপতি সুপ্রিয়া দাস দত্ত, তাছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। এই ম্যারাথন দৌড়ে মোট ৭৫ জন যুবক এবং৭৫ জন যুবতী অংশগ্রহণ করে। দৌড় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব।