Home BREAKING NEWS জঙ্গলের ভেতর থেকে মাটি খুঁড়ে বের হল গাঁজা

জঙ্গলের ভেতর থেকে মাটি খুঁড়ে বের হল গাঁজা

by News On Time Tripura
0 comment

সোনামুড়াঃ

জঙ্গলের ভেতর থেকে মাটি খুঁড়ে বের হল গাঁজা। সকালে দায়িত্ব গ্রহণ করে বিকালে সাফল্য ওসির।  গাঁজা পাচার, গাঁজা চাষ কোনটাতেই খামতি নেই রাজ্যে। আর এই গাঁজা চাষে শুধুমাত্র রাজ্যে নয় সমগ্র দেশে এক অন্যতম স্থানে রয়েছে সিপাহীজলা জেলা। মাঝে মাঝে গাঁজা বাগান ধ্বংসের ঝটিকা সফর দেখা গেলেও হেক্টরে হেক্টরে জমিতে গাঁজা চাষ হচ্ছে এই জেলায়। যাই হোক গাঁজার বিরুদ্ধে অভিযান অব্যাহত। সোমবার গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার পুলিশ থলিবাড়ি গ্রামের এক জঙ্গল থেকে মাটি খুড়ে ১৪৩ কেজি শুকনো গাজা উদ্ধার করে,  যার বর্তমান বাজার মূল্য ৬ লক্ষ টাকা । সোমবার দশটায় পুলিশ অফিসার সুব্রত দেবনাথ যাত্রাপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন। আর এদিন ঠিক দুপুরেই তার  কাছে খবর আসে থলিবাড়ি জঙ্গলে প্রচুর পরিমাণ গাঁজা মজুদ রয়েছে। খবর পেয়ে তিনি নিজে এবং পুলিশ অফিসার অরুপ দেববর্মা, সাব ইন্সপেক্টর অভিজিৎ ভৌমিক এবং পুলিশ কনস্টেবল ও টি এস আর জোয়ান এবং সীমান্ত এলাকা  লালটিলা ক্যাম্পের বিএসএফ জোয়ান সহ বিশাল বাহিনী সেখানে  অভিযান চালায়। অভিযানে নেমে যথেষ্ট সাফল্য আসে । তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

You may also like