বামুটিয়াঃ
ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত নোয়াগাঁও এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় রবিবার ভোরে এক বাড়ির নির্জনতার সুযোগে এক চুরের দল চুরি করে নিয়ে যায় স্বর্ণের আংটি এক বাড়ি থেকে।এটি একটি ড্রাগস সেবনকারী চক্র বলে দাবি স্থানীয়দের।পরবর্তী সময় সেই ড্রাসগ সেবনকারী চুর চক্রের একজনকে গ্রামবাসীরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ড্রাগসের টাকা যোগাড় করতে একটি চক্র মিলে এই চুরি সংগঠিত করে।সে কালীবাজার পূর্ব পাড়ার নিদান দাসের বড় ছেলে বাপন দাসের কাছে এই আংটি ড্রাগস ক্রয় করে সেবন করে।নিদান দাস,বাপন দাস ,এবং তার পরিবার অবৈধ কাজের জন্য গোটা এলাকায় পরিচিত কিন্তু তাদের বিরোদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহণ করতে পারছেন না পুলিশ।পুলিশের এই ভূমিকা নিয়ে দেখা দিয়েছে এলাকা জুড়ে নানান প্রশ্ন। সুত্র মারফত জানা যায় এই নিদান দাস,তার ছেলে বাপন দাস সহ গোটা পরিবার বর্তমানে যুব সমাজ ধ্বংসকারী ড্রাগস এর ব্যাবসা চালিয়ে যাচ্ছে আবাদে।ম্যানেজ করছেন পুলিশও বিশাল অঙ্কের বিনিময়ে। এমত অবস্থায় গোটা এলাকায় দিন দিন চুরি , ছিনতাই এর ঘটনা বেড়েই চলছে ,কিন্তু পুলিশের কোনো হেলদুল নেই।এই চুরি কাণ্ডের ঘটনায়ও দায়ী ড্রাগ,নিদান দাসের পরিবারের ড্রাগস এর কারবার,যা সেই চুর নিজের নিজের মুখে শিকার করলেন।বর্তমান সময় ড্রাগের কবলে নিমজ্জিত বামুটিয়া ফাঁড়ি এলাকার যুব সমাজ,প্রকাশ্যে চলছে এই সব ধ্বংসকারী নেশা সামগ্রীর বেচা কেনা।কোথাও পুলিশের কোনো ভুমিকা দেখা যায়না।গভীর নিদ্রায় রয়েছে পুলিশ।এখন দেখার এই সব ঘটনার লাগান টানতে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়, লেফুঙ্গা থানা বা নিদ্রিত বামুটিয়া পুলিশ ফাঁড়ি কি ভূমিকা পালন করে।