Home BREAKING NEWS শ্রীমন্তপুরের উন্নতিতে খুশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী

শ্রীমন্তপুরের উন্নতিতে খুশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী

by News On Time Tripura
0 comment

সোনামুড়াঃ

রাজ্য সফরে এসে শনিবার সোনামুড়ার শ্রীমন্তপুরের আন্তর্জাতিক স্থল বন্দর পরিদর্শন করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর হাত ধরেই ২০১৬ সালে বন্দরটির বর্তমান আধুনিক পরিকাঠামোর উদ্বোধন হয়েছিল। এই ৭ বছরে বন্দরটির গুরুত্ব আরো বেড়ে যাওয়ায় খুশি হয়েছেন অর্থমন্ত্রী। এমনটাই জানিয়েছেন জি.এস.টি ও শুল্ক দপ্তরের গৌহাটি জোনালের কমিশনার যোগেন্দ্র গার্গ।
শনিবার সকাল প্রায় ৯ টায় হয় তাঁর এই পরিদর্শন। ঘুরে দেখেন নদীতে তৈরী হওয়া অস্থায়ী জে.টি , যান সীমান্তের জিরো পয়েন্টে। দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর তরফে গ্রহণ করেন শুভেচ্ছা উপহার। এরপর শুল্ক দপ্তর ,ল্যান্ড পোর্ট অথরিটির উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে মিলিত হন গুরুত্বপূর্ণ সভায়। সভা শেষে স্ব-সহায়ক দলের উৎপাদিত বাঁশ – বেতের তৈরী সামগ্রী
গুলি পরিদর্শন করেন। উপস্থিত সাংবাদিকদের তিনি তার এই সফর সম্পর্কে কিছু না বললেও জি.এস.টি ও শুল্ক দপ্তরের গৌহাটি জোনালের কমিশনার যোগেন্দ্র গার্গ বলেছেন আগের তুলনায় যাত্রী আসাযাওয়া ,সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে এবং অন্য বিভিন্ন দিক থেকে এই বন্দরটির অনেকটা অগ্রগতি হয়েছে। তাতে সন্তুষ্ট নির্মলা সীতারমন। আরো কি কি উন্নয়ন করা যায় ? সেই বিষয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দেশের অর্থমন্ত্রী।
সোনামুড়ার এই সীমন্তপুরে গড়ে উঠা নদী বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও শনিবার বেশকয়েকদিন বাদে ২ মেট্রিকটন ধূপকাঠি বাংলাদেশে রপ্তানি করেছে লোকনাথ ভ্যারাইটিজ ও অন্য একটি সংস্থা।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato