আগরতলা:
দুইদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুক্রবার দুপুরে বিমানবন্দর থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, সাথে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় এবং বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বিমানবন্দর থেকে নির্মলা সীতারমন চলে যান রাজধানীর নেতাজী চৌমুহনী স্থিত নব নির্মিত জিএসটি ভবন উদবোধন অনুষ্ঠানে। সেখানে নব নির্মত রাজ্য জিএসটি ভবনের উদ্বোধন করেন তিন। জিএসটি ভবন উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উল্লেখ করেন জিএসটি লাগু হবার পুর্বে এবং জিএসটি লাগু হবার পরে ত্রিপুরার ট্যাক্স কালেকশন এবং রেভিনিউ জেনারেশনে অকল্পনীয় উন্নতি হয়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষে যেখানে ত্রিপুরার সেন্ট্রাল সেল ট্যাক্স কালেকশনে ভাগিদারি ছিল ৪. ২১ কোটি টাকা সেখানে জিএসট চালু হবার পর বিগত ৫-৬ বছরে তা গিয়ে দাঁড়িয়েছে ৯৮২.৫০ কোটি টাকা।
সেখান থেকে অর্থমন্ত্রী রাজধানীর এক হোটেলে উত্তর পূর্বাঞ্চলের গ্রামীণ ব্যাংকগুলোর পর্যালোচনা বৈঠকে অংশ গ্রহণ করেন। পর্যালোচনা বৈঠকের পর “ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের” সৌরশক্তি দ্বারা চালিত ভ্রাম্যমাণ এটিএম এর উদ্বোধন করেন তিনি।
শনিবার সোনামুড়াস্থিত ভারত-বাংলাদেশের এক সীমান্ত চেকপোস্ট পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।