উদয়পুরঃ
উদয়পুর খিলপাড়া আমতলী এলাকার বাসিন্দা তথা সরকারি চাকরিজীবী তপন নাহা নামে এক ব্যক্তি শান্তির বাজার এলাকার পাঁচ জন ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে আসে সরকারি চাকরি দেওয়ার নাম করে । গত সাড়ে তিন বছর আগে এই টাকা নিয়ে আসা হয় তাদের কাছ থেকে । জানা গিয়েছে শান্তিরবাজার প্রানিসম্পদ বিকাশ দপ্তরে চাকরি করে তপন নাহা । কিন্তু সাড়ে তিন বছর গড়িয়ে যাওয়ার পরেও শান্তির বাজার এলাকার এই পাঁচজন ব্যক্তিকে সরকারি চাকরি দিতে পারছে না তপন । পরবর্তী সময় এই বিষয়টি স্থানীয় খিলপাড়া এলাকার শাসকদলের নেতৃত্ব দেরকে জানানো হলে তপন নাহা তাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাঁচটি চেক তুলে দেয় শান্তির বাজার এলাকার বাসিন্দাদের হাতে । কিন্তু অসহায় মানুষগুলি সে চেক নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে তারা জানতে পারে তপন নাহার ব্যাংক একাউন্টে মাত্র ৯৬ টাকা রয়েছে । তাতে করে ক্ষুব্ধ হয়ে শান্তিরবাজার এলাকার সাধারণ মানুষ শুক্রবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর খিলপাড়া আমতলী এলাকায় তপন নাহার বাড়িতে হানা দেয় টাকা উদ্ধারের জন্য । টাকা নেওয়ার ঘটনাটি তপন নাহার স্ত্রীকে জানানো হলে তিনি গোটা ঘটনাটি স্বীকার করেন । পরবর্তী সময়ে গোটা ঘটনার বিস্তারিত জানিয়ে রাধাকিশোরপুর থানায় ফোন করা হয় । ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ খিলপাড়া আমতলী এলাকায় ছুটে গিয়ে তপন নাহা আটক করে থানায় নিয়ে আসে । চাকরি দেওয়ার নামে, যে টাকা হাতিয়ে নিয়েছে তপন তা স্বীকার করেছে খোদ পুলিশের সামনেই তপন নাহা। বর্তমানে শান্তির বাজার এলাকার অসহায় মানুষগুলি টাকা ফেরতের দাবিতে এবার সরব হয়েছে । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুর জুড়ে ।