মহারাষ্ট্রঃ
বৃহস্পতিবার ভোরের দিকে রায়গড়ের খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে আচমকা ধস নামে। পাহাড়ের উপর বেশ কয়েকটি বাড়ি ধসে যায়। মাটিতে বসে যায় কিছু কিছু বাড়ি। ওই এলাকার মোট ৪৮টি পরিবার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ের উপরে যেখানে মূল ধস নেমেছে, সেখানে উদ্ধারকারীরা পৌঁছতেই পারেননি। তার জন্য বিশেষজ্ঞ পর্বতারোহীদের ডেকে পাঠানো হয়েছে। মহারাষ্ট্রের রায়গড় জেলায় পাহাড়ি ধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। কাদামাটিতে ১২ ঘণ্টা পরেও আটকে বহু মানুষ। ১০০ জনের বেশি ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ধসের কেন্দ্রস্থল থেকে এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি, হৃদ্রোগে আক্রান্ত হয়ে উদ্ধারকারী দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার খরচও বহন করবে সরকার।