বিশালগড়ঃ
“সুপার থার্টি” – আর্থিক দিক দিয়ে পিছিয়ে পরা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর শিক্ষা দপ্তর এক কর্মসুচী গ্রহণ করে। এই প্রকল্পে প্রতি বছর রাজ্যের ৩০ জন ছাত্রছাত্রী সরকারী খরচে বহিরাজ্যে গিয়ে দ্বাদশ মান পর্যন্ত পড়াশোনার পাশাপাশি জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং এর ব্যবস্থা করে দেওয়া হয়। বিশালগড় চন্দ্রনগরের মাদ্রাসা শিক্ষক মহরম আলির পুত্র মাসুদ আালি ২০১৯ সালে এই প্রকল্পে পড়াশোনার সুযোগ পায়। সে রাজস্থানের কোটায় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির সুযোগ পায়। ত্রিপুরা সরকার তার সকল খরচ বহন করে। এই কোচিং এর সহায্যে এবং নিজের প্রতিভায় মাসুদ আইআইটি পাটনায় সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। মাসুদের সফলতার খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধি তথা বিধায়ক সুশান্ত দেব চন্দ্রনগরের মহরম আলীর বাড়িতে যান । মহরমের ছেলে মাসুদের পড়াশোনার যাবতীয় খোঁজখবর নেন বিধায়ক সুশান্ত দেব। দীর্ঘক্ষণ বসে শোনেন মাসুদের সফলতার কাহিনী। বিধায়ককে আচমকাই বাড়িতে পেয়ে হতচকিত হয়ে পরেন মাসুদের পরিবার। বিধায়ক মাসুদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন এবং আগামীদিনে যেকোন পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।