কৈলাশহরঃ
রাস্তার ড্রেইন মাটি ফেলে ভরাট করে ফেলে স্থানীয় এক ব্যক্তি। জল জমাট বেঁধে ভোগান্তির শিকার স্থানীয় নিবাসী এবং দোকানদাররা। উদাসীন প্রশাসন। ঘটনা কৈলাশহরের চিনিবাগান এলাকায়। জানা যায় চিনিবাগান এলাকায় নিজ কাজে এক ব্যক্তি মাটি ভরে রাস্তার ড্রেইন ভরাট করার কারণে জলাকাদায় একাকার চিনিবাগান এলাকা। বিগত কয়েক মাস পূর্বে ওই এলাকার এক ব্যক্তির এই কান্ডে বৃষ্টির জল মানুষের বাড়ি ঘরের ভেতরে প্রবেশ করছে, এমনকি চিনিবাগান বাজারের দোকানিরা দোকান দিতে পারছেন না। উনাদের দোকানের ভেতরেও জল প্রবেশ করেছে। এলাকাবাসীদের পক্ষ থেকে কয়েকবার জেলা শাসক এবং মহকুমা শাসককে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ এলাকাবাসীরা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় ।