উদয়পুরঃ
উদয়পুরে একের পর একে চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে আবারো এক চুরির ঘটনা উদয়পুর রমেশ চৌমনি এলাকায় থাকা এক গ্রোসারি দোকানে। জানা যায় প্রত্যেক দিনের ন্যায় গতকাল রাতে ও দোকানের মালিক কে রাকেশ দেবনাথ দোকানে তালা লাগিয়ে যায় বাড়িতে। সকালে দোকানে এসে দেখতে পায় তার দোকানের পেছনের একটি টিন কেটে নিয়ে যায় প্রায় দশ হাজার টাকার সামগ্রী। এ দৃশ্যটি দেখতে পেয়ে দোকানের মালিক সঙ্গে সঙ্গে খবর দেয় আর কে পুর থানায়, পুলিশ ও ঘটনার খবর পেয়ে দ্রুততার সঙ্গে ছুটে যায় ঘটনাস্থলে এবং তদন্ত শুরু করে। এদিকে স্থানীয়দের অভিযোগ এই দোকান মালিক প্রতিনিয়ত প্রায় দুটা পর্যন্ত দোকান খোলা রাখে, রাত হলে এখানে কম বয়সী যুবকদের আনাগোনা বৃদ্ধি পায়। আর সেই দোকানেই চুরির ঘটনায় রহস্য রয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।