
কৈলাশহরঃ
নার্সারি পড়ুয়া ছাত্রীর কৃতিত্বে গর্বিত কৈলাশহর। এই অল্প বয়সেই জাতীয়স্তরে পুরষ্কার পেয়ে তাক লাগিয়েছে চার বছরের অদিত্রি সরকার। মাত্র ৫১ সেকেন্ডে ভারতের ২৮টি রাজ্যের রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছে অদিত্রি। পিতা অপূর্ব সরকার গৃহ শিক্ষক এবং মা মনিকা মাঝি কৈলাশহর আনন্দমার্গ স্কুলের শিক্ষিকা। অদিত্রি নিজেও কৈলাশহর আনন্দমার্গ স্কুলের নার্সারী বিভাগের একজন ছাত্রী। আর ছাত্রীর এই অনন্য কৃতিত্বের জন্য বিদ্যালয় থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয় ।