দেবিপুরঃ
দুপুর দুইটায়ও অফিস খোলা হয়নি। কর্মসংস্কৃতি লাটে কমলাসাগরের দেবীপুর পঞ্চায়েতে। সকাল পেরিয়ে দুপুর হলেও খোলা হয়নি দেবীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়, দেখা নেই পঞ্চায়েত সেক্রেটারি সহ অন্যান্য কর্মচারীর। এক প্রকার ভোগান্তির শিকার পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ । আমাদের প্রতিনিধির কাছে এমনই অভিযোগ করেন এলাকার লোকজন। জানাযায় দেবীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়টি দীর্ঘদিন যাবৎ নিজেদের মর্জিমাফিক চালিয়ে যাচ্ছেন পঞ্চায়েত সেক্রেটারি অমর বিশ্বাস সহ অন্যান্য কর্মচারীরা। মঙ্গলবার কোন নোটিশ ছাড়াই সকাল পেরিয়ে দুপুর হলেও খোলা হয়নি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। আর এই কাঠফাটা রোদে পরিষেবা নিতে আসা জনসাধারণ বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হন। আমাদের প্রতিনিধির কাছে অভিযোগ জানান এলাকার জনগন। প্রায় দিনই এইভাবেই এই পঞ্চায়েতের তালা বন্ধ থাকে। খবর পেয়ে ছুটে আসে পঞ্চায়েতের জিআরএস। সাংবাদিক দেখে শরীর খারাপের অজুহাত দেখাতে থাকেন। তবে কমলাসাগর বিধানসভার এই পঞ্চায়েতের নামে অভিযোগ নতুন নয়। এখন দেখার বিষয় দপ্তর এই পঞ্চায়েতের দায়িত্বে থাকা কর্মচারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।