বিশালগড়ঃ
পুলিশের তাড়া খেয়ে জাতীয় সড়কে উল্টে যায় নেশা বোঝাই গাড়ি। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমানে নিষিদ্ধ কফ সিরাপ। গোপন সূত্রে সদরের আমতলী এবং শ্রীনগর থানার পুলিশ আমতলী বাইপাসের মলয়নগর এলাকা থেকে রবিবার রাত আনুমানিক ৮টা নাগাদ ধাওয়া করে TR01D2872 নাম্বারের একটি গাড়িকে। পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটি অত্যাধিক গতিতে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম হলেও বিশালগড়ের উত্তমভক্ত চৌমুহনী এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের মাঝপথেই উল্টে যায়। পেছনে থাকা আমতলী এবং শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থেলে পৌঁছে গাড়িটিকে আটক করে এবং গাড়ির ভেতর থেকে প্রচুর পরিমানে নিষিদ্ধ এসকফ নামক কফ সিরাপ উদ্ধার করে। তবে ততক্ষনে গা ঢাকা দিয়ে সক্ষম হয় গাড়ি চালক। সদর মহকুমা পুলিশ আধিকারিক আশিষ দাসের নেতৃত্বে এই সাফল্য আসে। গাড়ি সহ কফ সিরাপগুলি আমতলী থানায় নিয়ে যায় পুলিশ। তবে এই ঘটনায় আমতলি বাইপাস এলাকা দিয়ে প্রতিনিয়ত নেশা সামগ্রীর পাচারের সত্যতাকে তুলে ধরে।