সোনামুড়াঃ
আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য সোনামুড়া থানা পুলিশের। গোপন খবরের ভিত্তিতে প্রায় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ যার বাজার মূল্য আনুমানিক ২৩ লক্ষ টাকা। ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। আটক করা হয় নেশা বাণিজ্যে ব্যবহৃত দুটি গাড়িও। ঘটনার বিবরণে জানাযায় গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত ১০টা নাগাদ সোনামুড়া থানা পুলিশ আধিকারিক মানিক দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অভিযান চালায় থানার অন্তর্গত কুলুবাড়ী বাজারে। সেখানে অভিযানে কুলুবাড়ি ফকিরাদুলা এলাকা থেকে বেচাকেনা চলাকালীন সময়ে প্রায় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট সমেত দুই নেশাকারবাড়ি জসিম মিয়া এবং কাবিল মিয়াকে আটক করতে সক্ষম হয়। নেশা বাণিজ্যে ব্যবহৃত দুটি গাড়ি ও পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত নেশাদ দ্রব্যের বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ। নেশা কারবারি ২ যুবকের বিরুদ্ধে এনবিপিএস ধারায় মামল গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।