বিশালগড়ঃ
দেবরের কোদালের মারে গুরতর জখম বৌদি। ঘটনা শুক্রবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন পূর্বলক্ষীবিল এলাকায়। বর্তমানে গুরতর আহত বৌদি রত্না বালা দেবনাথ জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঘটনার বিবরনে জানা গেছে, পরিবারের বখাটে ছোট ছেলে জয়ন্ত দেবনাথের চালচলনের রীতিমত অতিষ্ঠ গোটা পরিবার। প্রায়শই তার হাতে আক্রান্ত হতে হয় দাদা, বৌদি এমনকি জন্মদাত্রী মাকেও। বৃহস্পতিবার একই ঘটনার পূনরাবৃত্তি হয়। কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে জয়ন্ত তার মা কে বেধরক মারধর করে। তারই প্রতিবাদ জানাতে শুক্রবার সকালে বড় পুত্র বধূ রত্না বালা দেবনাথকে সঙ্গে নিয়ে সাধনা বালা দেবনাথ বিশালগড় থানায় অভিযোগ জানাতে আসে। অভিযোগ জানিয়ে তারা দুজনে বাড়িতেও পৌছতে পারেনি। গেইটে প্রবেশ করা মাত্রই বৌদি রত্না বালা দেবনাথের মাথায় আচমকা কোদাল দিয়ে কূপ বসিয়ে দেয়। এতে গুরতর অবস্থায় প্রতিবেশিরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। রত্না দেবনাথের জখম গুরতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়।