সাব্রুমঃ
সরকারী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নের মুখে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশেই এক খুঁটিতে বৈদ্যুতিক সংযোগের হয়ে থাকার অভিযোগ। ধরলেই বৈদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা। আর সেই কথা নিজেই স্বীকার করছেন সেখানে উপস্থিত শাসকদলীয় নেত্রী। শুক্রবার দক্ষিণ জেলার সাব্রুমে অনুষ্ঠিত ৭৫ সীমান্তবর্তী গ্রাম, ক্রান্তিবীরোকে নাম সূচক অনুষ্ঠানে নানা বিতির্ক এবং অব্যবস্থা সামনে আসে। তার মধ্যে এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগও উঠছে। মঞ্চ থেকে নেমে এসে অনুষ্ঠানে উপস্থিত বীর শহীদদের পরিবারের হাতে সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। আর সেইখানেই একটি খুঁটিতে বৈদ্যুতিক সংযোগ থাকার অভিযোগ উঠে। সুত্রের খবর মুখ্যমন্ত্রীর নিজস্ব ফটোগ্রাফারেরও সেখানে বৈদ্যুতিক শক লাগে। আর ঠিক পাশেই ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই গাফিলতর দায়ভার কার ? এই অনুষ্ঠান সরকারী উদ্যোগে হলেও এর ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বিজেপি দক্ষিণ জেলার সভাপতি প্রাক্তন বিধায়ক শংকর রায়। এখন প্রশ্ন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এই গাফিলতির দায়িত্ব কে নেবে ?