উদয়পুরঃ
উদয়পুর ট্রাফিক কর্মীকে সজোরে লাথি মারলো এক যুবক। ঘটনাস্থলে আহত ট্রাফিক কর্মী উদয়পুরে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের থানায়। এবার পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদে জানা যায় প্রত্যেকদিনের নয় শুক্রবারও উদয়পুর এগ্রিকালচার চৌমোনি এলাকায় উদয়পুর ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে ভেহিক্যাল চেকিংয়ে বসা হয়। যাদের বৈধ কাগজপত্র নেই কিংবা হেলমেট নেই তাদেরকে জরিমানা করার কাজ হচ্ছিল এই জায়গাতে। এ জায়গাতে কর্মরত অবস্থায় ছিলেন ট্রাফিক ইউনিটের পুলিশ কর্মী তাপস সরকার, উনি হেলমেট বিহীন এক বাইক কে থামার জন্য সাইন দিলে হঠাৎ করে সালগড়া এলাকার হাকিম মিঞা নামে এক অভিযুক্ত এসে হঠাৎ করে পুলিশ কর্মীকে সজরে লাত্থি মারে। এতে করে পুলিশ কর্মী সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে। এদিকে অভিযুক্ত ঘটনার স্থল থেকে পালিয়ে যায় দ্রুত গতিতে, আর এই বিষয়টিকে সামনে রেখে আর কেপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে আরকেপুর থানায় একটি মামলা দায়ের করা হয় অভিযুক্ত হাকিম মিয়ার বিরুদ্ধে। এখন দেখার বিষয় যেখানে আরক্ষা দপ্তরের কর্মীরা আক্রান্ত হয় সেখানে অভিযুক্তকে গ্রেপ্তার করতে আর কেপুর থানার পুলিশকর্মীরা কতটুক সচেষ্ট হয়।