বিশালগড়ঃ
যান দূর্ঘটনা যেন থামার নাম নিচ্ছেনা বিশালগড়ে। বিশেষ করে বিশালগড় কামথানা রাস্তায় অবৈধ গরু, চিনি এবং নেশা সামগ্রী বোজাই গাড়ির বেপরোয়া চলাচলের ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এবার আরও এক ভয়াবহ দূর্ঘটনায় গুরুতরভাবে আহত দুই যুবক। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইমুড়া বাইপাসের মুখে। অভিযোগ, ঘটনার ঘন্টাখানেক পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি। দূর্ঘটনাগ্রস্ত বাইকটি মাঝরাস্তায় পড়ে থাকে। এলাকাবাসীরা জানান, পণ্যবাহী বোলেরো এবং বাইকের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন রাকেশ পাল ও গৌতম দাস নামে দুই যুবক। ফায়ার সার্ভিসের কর্মীরা বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের রেফার করা হয় জিবিতে। গৌতম দাসের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।