
বিলোনিয়াঃ
নেশার আড়ালে চলছে এক বিশাল ষড়যন্ত্র ।
রাজ্যের যুব সমাজ সহ রাজ্যের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করার অপচেষ্টা।
শুধুমাত্র যুবসমাজ নয়, এবার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকেউ টার্গেট করছে নেশার দালালরা। নার্সের পোশাক পড়ে স্কুলের সামনে 10 বছরের ছাত্রের শরীরে নেশার ইনজেকশন পুশ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি স্কুল ছাত্র।
আপনার ছোট শিশুদের সাবধানে রাখুন । স্কুলে গিয়েও নিরাপদ নয় ছাত্ররা। একাকিত্বের সুযোগ নিয়ে পুশ করে দিচ্ছে নেশার ইনজেকশন। এই ইনজেকশন পুশের ফলে দুর্বল হয়ে পরছে ছোট ছোট শিশু। বৃহস্পতিবার এই ঘটনায় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরেছে এক চতুর্থ শ্রেণীর ছাত্র।জানা যায়, হাসপাতালের সেবক সেবিকাদের মতো পোশাক পড়ে ছোট ছোট শিশুদের স্কুলের সামনে গিয়ে ইনজেকশন পুশ করে দিচ্ছে অপরিচিত পুরুষ মহিলা। ইনজেকশন পুশ করার ফলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিলোনিয়া বড়পাথরী কুকিছড়া উচ্চ বুনিয়াদি স্কুলের সামনে। কৃমির ইনজেকশন বলে নয় জন ছাত্রকে ডেকে হাতে ইনজেকশন পুশ করে পালিয়ে যায় তারা। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়া জুরে। তড়িঘড়ি ঘটনা জানাজানি হতেই প্রসেনজিৎ সেন নামে একজন ছাত্রকে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসে পরিবারের লোকজন। প্রসেনজিৎ সেন বিলোনিয়া কুকিছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
বাইট
নেশা মুক্ত ত্রিপুরার ডাকে অহরহ অভিযান চললেও এখনো নেশার বিরুদ্ধে আপোষহীন হতে পারেনি প্রশাসন এবং সমাজ । আর যার ফলে ক্রমশই এই নেশার জালে বিনষ্ট হচ্ছে এই ক্ষুদ্র পাহাড়ি রাজ্য ত্রিপুরার ভবিষ্যৎ। প্রশ্ন হচ্ছে আর কিসের অপেক্ষা? আর কতটা ধ্বংসের অপেক্ষা?