Home BREAKING NEWS বক্সনগর বাম-কংগ্রেস থেকে ১৯৫ পরিবারের ৫৯০ জন ভোটার পদ্ম শিবিরে

বক্সনগর বাম-কংগ্রেস থেকে ১৯৫ পরিবারের ৫৯০ জন ভোটার পদ্ম শিবিরে

by News On Time Tripura
0 comment

বক্সনগরঃ

সারা রাজ্যে বিজেপির দলত্যাগ পর্ব অব্যাহত।এই দলত্যাগ সভাগুলি মূলত রাজ্য কমিটির নির্দেশেই চলছে। এরই অঙ্গ হিসাবে বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রতিদিন কোন না কোন স্থানে দলত্যাগ অব্যাহত রয়েছে।বক্সনগর মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার দুটি বুথে যোগদান পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রথমে দুপুর ১২ ঘটিকার সময় ধনিরামপুর এডিসি ভিলিজের কমিউনিটি হলে বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৩৫ নং বুথের এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই যোগদান অনুষ্ঠানে তিপ্রা মথা ও সিপিএম কংগ্রেস থেকে ৩১ পরিবারের ৯৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।অপরদিকে বক্সনগর মন্ডল অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৯ নং বুথের বিকাল ৪ ঘটিকায় কমলনগর কমিউনিটি হলের মাঠে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই যোগদান সভায় সিপিএম কংগ্রেস থেকে ১৬৪ পরিবারের ৪৯৩ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। অর্থাৎ এই দিনে দুইটি বুথে সর্বমোট ১৯৫ পরিবারের ৫৯০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হন।এই পৃথক দুটি যোগদান সভায় উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সিপাহীজলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ,বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তোফাজ্জল হোসেন,বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার,জেলা জনজাতি মোর্চার সহ-সভাপতি হীরালাল দেববর্মা সহ মন্ডল ও জেলাস্তরের নেতৃত্বরা। দলত্যাগীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন,সিপিএম নেতৃত্বরা স্বজন পোষণের রাজনীতি করেছিলেন, মানুষের সঙ্গে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত তৈরি করে উন্নয়ন থেকে পিছিয়ে রেখেছেন।তাই আমরা নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি।অন্যদিকে নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সিপিএমের মিথ্যা প্রচারের বিরুদ্ধে বিশদভাবে আলোচনা রাখেন।।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato