কদমতলাঃ
কদমতলা থানাকে চ্যালেঞ্জ জানিয়ে আবারো দিন দুপুরে কদমতলা সামাজিক হাসপাতাল থেকে মটর সাইকেল চুরি।থানায় মামলা। তদন্তে পুলিশ।জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ নিজের TR05B/9783 নম্বরে হিরো একস্ট্রিম মটর সাইকেল নিয়ে উত্তর জেলার কদমতলা সামাজিক স্বাস্হ্য কেন্দ্রে কর্তব পালনে আসেন দীপক নাথ নামের এক ল্যাব টেকনিশিয়ান।যথারীতি নিজের মটর সাইকেলটি স্বাস্থ্যকেন্দ্র ভিতরে পার্কিং জোনে রাখেন।দিনভর ডিউটি শেষে এদিন বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ বাড়ি ফেরার জন্য পার্কিং এ আসতেই স্বাস্হ্য কর্মীর চক্ষু চড়কগাছ হয়ে যায়। তিনি দেখতে পান পার্কিং এ রাখা তার মটর সাইকেলটি নেই।এই দৃশ্য দেখে কিছুটা হতভম্ব হয়ে পড়েন মটর সাইকেলের মালিকে।পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখতে পান তার মটর সাইকেলটি এক ব্যক্তি চুরি করে নিয়ে যাচ্ছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায়।খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে। এমর্মে মটর সাইকেলের মালিক স্হানীয় থানায় লিখিত আকারে মটর সাইকেল চুরির মামলা রুজু করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে,চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধারে তল্লাশি জারি রেখেছে পুলিশ। উল্লেখ্য,কদমতলা থানা থেকে কদমতলা সামাজিক স্বাস্হ্য কেন্দ্রের ঢিল ছুড়া দূরত্ব। তাছাড়া এই স্বাস্হ্য কেন্দ্র থেকে এর পূর্বেও দিনদুপুরে এক স্বাস্হ্য কর্মীর মটর সাইকেল চুরি গিয়েছিল।বৃহস্পতিবার সেই ট্রেডিশন বজায় রেখে কদমতলা থানার পুলিশের মুখে ঝামা ঘষে দিল মটর সাইকেল চোর চক্র।