Home BREAKING NEWS বিরোধী জোটের বৈঠকে এ বার সনিয়ার এন্ট্রি , বেঙ্গালুরুতে থাকবেন মমতা, কেজরীওয়াল !

বিরোধী জোটের বৈঠকে এ বার সনিয়ার এন্ট্রি , বেঙ্গালুরুতে থাকবেন মমতা, কেজরীওয়াল !

by News On Time Tripura
0 comment

দিল্লিঃ

যতই দিন যাচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা করতে চাইছে বিরোধী দলগুলি। এবার আম আদমি পার্টিকেও কাছে টানতে চাইছে কংগ্রেস। আর এইবার বিরোধী জোটের বৈঠকে অংশ নেবেন সোনিয়া গান্ধী। আগামী সপ্তাহে বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠকের আগেই নতুন করে জোট-সক্রিয়তা শুরু করল কংগ্রেস। আগামী মঙ্গলবার (১৮ জুলাই) বৈঠক হওয়ার কথা। তার আগে সোমবার রাতে বেঙ্গালুরুতে বিরোধী নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। বুধবার কংগ্রেসের একটি সূত্রে জানা গিয়েছে, ওই নৈশভোজে আমন্ত্রিত ২৩টি দলের নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল।

গত ২৩ জুন পটনায় বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের ডাকা বৈঠকে ১৫টি দল অংশ নিয়েছিল। কংগ্রেসের তরফে হাজির ছিলেন রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। ছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কেজরীওয়াল ছাড়াও আরজেডি প্রধান লালুপ্রসাদ, তার ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পওয়ার, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, জেএমএম নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এবং পিডিপির মেহবুবা ছিলেন বৈঠকে।

You may also like