মুম্বাইঃ
শিঙারা অর্ডার করে সর্বশান্ত হলেন চিকিৎসক। হোটেল থেকে ২৫ প্লেট শিঙাড়া কিনে অনলাইনে দাম মিটিয়েছিলেন। তবে শিঙাড়ার দাম হিসাবে দেড় হাজার টাকা দেওয়ার পরেও দফায় দফায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ হাতিয়ে নিয়েছে প্রতারকেরা। এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন মুম্বইয়ের এক চিকিৎসক।
মহারাষ্ট্রের সায়ন এলাকার বাসিন্দা ২৭ বছরের এই চিকিৎসকের দাবি, ৮ জুলাই সহকর্মীদের সঙ্গে কর্জত এলাকায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সে সময় সায়ন এলাকার একটি হোটেল থেকে ২৫ প্লেট শিঙাড়া অনলাইনে অর্ডার করেছিলেন। তার দাম হিসাবে আগেই অনলাইনে দেড় হাজার টাকা মিটিয়ে দেন। সে বিলও তাঁর মোবাইলে পেয়েছিলেন। তবে এর পর আর একটি মেসেজের মাধ্যমে তাঁর ব্যাঙ্কের তথ্য জানতে চান এক ব্যক্তি।