Home BREAKING NEWS বাংলাদেশে অত্যাচারিত, তাই অবৈধভাবেই রাজ্যে প্রবেশ করেছেন

বাংলাদেশে অত্যাচারিত, তাই অবৈধভাবেই রাজ্যে প্রবেশ করেছেন

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ

বাংলাদেশে অত্যাচারিত, তাই অবৈধভাবেই রাজ্যে প্রবেশ করেছেন। আর বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করে বিন্দাস কর্ম সংস্থানের ব্যবস্থাও করে নিয়েছে। তাও আবার সরকারী নায্য মুল্যের দোকানে। রাজ্যে অবাধে চলছে বাংলাদেশী অনুপ্রবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটলেও শীতঘুমে প্রশাসন। গোমতি জেলা পুলিশ হেড কোয়ার্টারের সামনে থেকেই আটক অবৈধভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি নাগরিক। অবৈধভাবেই সীমান্ত পেড়িয়ে ভারতে প্রবেশ করে উত্তম পাল নামে এই বাংলাদেশী নাগরিক। দীর্ঘ পাঁচ দিন ধরে বাবুল দাস নামে আরএফ টিলা এলাকার বাসিন্দার রেশন শপে কাজ করছিল এই বাংলাদেশি নাগরিক। বুধবার সেই খবর আসে আরকে পুর থানার কাছে । বুধবার সন্ধ্যা নাগাদ অভিযান চালিয়ে রেশন দোকান থেকে ওই বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ পাসপোর্ট আইনে একটি মামলা নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

You may also like