Home BREAKING NEWS ৮ কিমি উল্টো পথে এসে ছয়জনকে পিষে মারল ঘাতক স্কুল বাস ! প্রকাশ্যে দুর্ঘটনার ভিডিয়ো

৮ কিমি উল্টো পথে এসে ছয়জনকে পিষে মারল ঘাতক স্কুল বাস ! প্রকাশ্যে দুর্ঘটনার ভিডিয়ো

by News On Time Tripura
0 comment

গাজিয়াবাদ:

ভুল লেন ধরে চলার কারণেই দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে স্কুলবাস-গাড়ির দুর্ঘটনায় এমনটাই জানাল পুলিশ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ঙ্কর সেই ভিডিয়ো।

গাজ়িয়াবাদ ট্র্যাফিক পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রামানন্দ কুশওয়া জানিয়েছেন, গাজ়িপুর সীমানার একটি সিএনজি পাম্পে বাসটি দাঁড়িয়েছিল। তার পর সেখান থেকে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের ভুল লেন ধরে বাস চালাতে শুরু করেন চালক। এ ভাবেই ভুল ধরে আট কিলোমিটার চলার পর গাজ়িয়াবাদের রাহুল বিহারের কাছে একটি এসএউভিকে ধাক্কা মারে। আর তাতেই মৃত্যু হয়েছে ছ’জনের।পুলিশ জানিয়েছে, চালককে গ্রেফতার করা হয়েছে। তিনিই এই দুর্ঘটনার জন্য দায়ী। গাজ়িয়াবাদের ডেপুটি পুলিশ কমিশনার দেহাত শুভম পটেল বলেন, “চালককে জেরা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হবে।” ডেপুটি পুলিশ কমিশনার জানান, সংঘর্ষ এতটাই জোরে হয়েছে যে, এসইউভি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে। গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে যাত্রীদের দেহ উদ্ধার করা হয়েছে।

ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ অন টাইম।

You may also like