হিমাচল:
হিমাচলপ্রদেশে বৃষ্টির কারণে ৩০ জনের মৃত্যু হয়েছে। ৩ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। রাজধানী শিমলায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।মাত্র কয়েক সেকেন্ডে হড়পা বানে ভেসে গেল আস্ত পাঁচ তলা একটি হোটেল। ভয়ঙ্কর সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি নিউজ অন টাইম।গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাতের জেরে হিমাচল প্রদেশ বিপর্যস্ত। কোথাও ধস নেমেছে। কোথাও বিপদসীমার উপর দিয়ে জল বইছে। কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘরবা়ড়ি ভেঙে পড়েছে অনেক জায়গায়। ইতিমধ্যেই ওই রাজ্যে বৃষ্টির কারণে ৩০ জনের মৃত্যু হয়েছে। ৩ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। রাজধানী শিমলায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সেখানে মৃতের সংখ্যা ১১। পুলিশ জানিয়েছে, যে ৩০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ২৯ জনকে শনাক্ত করা হয়েছে।উত্তর ভারতের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পাশাপাশি, পশ্চিমবঙ্গের কিছু অংশ, সিকিম, অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ধস এবং বন্যা পরিস্থিতি নিয়ে উত্তরাখণ্ডে জারি হয়েছে লাল সতর্কতা। তবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হলেও তার পর থেকে হিমাচলে বৃষ্টির কমার সম্ভাবনা।