Home BREAKING NEWS বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কালাছড়ায় অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কালাছড়ায় অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

আবারো রাস্তা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করে বসলো জনগণ।সকাল নয়টা থেকে চুরাইবাড়ি বাজার টু দীঘলবাক রাস্তাটিতে অবরোধ চললেও প্রশাসনিক তরফে কেউ অবরোধ স্হলে না আসাতে জনদুর্ভোগ দেখা দেয় চরমে।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কালাছড়া বাজার সংলগ্ন পত্যেকরায় ছড়ার উপর। জানা গেছে,চুরাইবাড়ি বাজার থেকে দীঘলবাক পর্যন্ত পি এম জি এস ওয়াই চৌদ্দ কিঃমিঃ গ্রামীণ রাস্তাটি দীর্ঘ পনেরো বছর যাবৎ জরাজীর্ণতায় ধুঁকছে।২০০৮ সালে এই রাস্তাটি নির্মানের জন্য এইচ এস সি এলের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু নির্মাণ সংস্থা এইচ এস সি এল অতি নিম্ন মানের রাস্তা তৈরি করে কেটে পড়ে।নির্মানের কয়েক বছরের মাথায় এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তারপর থেকেই বর্ষাকালীন মৌসুমে রাস্তাটি মেরামতির অভাবে পুকুর সমো গর্তে পরিনত হয়।তাতে করে পথ দূর্ঘটনার পাশাপাশি অসুস্থ রোগী ও স্কুল পড়ুয়াদের যাতায়াতে ব্যাঘাত ঘটে।এই রাস্তাটি ৫৫ নং বাগবাসা বিধানসভার বুক চিরে গেলেও পূর্বের সিপিএম বিধায়ক ও বর্তমান বিজেপি দলের বিধায়ক এই রাস্তা নিয়ে কোন পদক্ষেপ গ্রহন করেন নি বলে অভিযোগ। অবশেষে চলতি বর্ষা মৌসুমে নিরুপায় হয়ে শনিবার সকাল নয়টা থেকে জনগন রাস্তা সংস্কারের দাবিতে কালাছড়া বাজার সংলগ্ন পত্যেকরায় ছড়ার উপর বাঁশ ফেলে পথ অবরোধ করে বসেন। অবরোধকারীদের অভিযোগ,এই রাস্তার উপর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত,কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়,কালাছড়া ব্লক সহ আরো বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান থাকলেও দীর্ঘ বছর যাবৎ জমের যন্ত্রনা সহ্য করে আসছেন স্হানীয় জনগণ। রয়েছে গোবিন্দপুর ও কালাছড়া বাজার।এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত।এই রাস্তার উপর নির্ভরশীল গোবিন্দ পুর, লক্ষীনগর, নদিয়াপুর শনিছড়া, উত্তর হুরুয়া, গৌরিপুর,খেরেংজুড়ি,পত্যেকরায় ও চাঁদপুর গ্রামের মানুষ।তাই যতক্ষন পর্যন্ত জরাজীর্ণ এই রাস্তাটি মেরামতির আশ্বাস প্রদান করা না হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধ জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন অবরোধকারীরা।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato