ধর্মনগরঃ
ত্রিপুরা পুলিশের চোখে ধূলো দিয়ে অসমে প্রবেশের মুখে করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে আটক ডাম্পার গাড়ি বোঝাই দেড় কোটি টাকা শুকনো গাঁজা।সাথে আটক চালক ও সহ চালক। শনিবার সকাল দশটা নাগাদ ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে টিআর(শূণ্য এক)এইউ(এক সাত শূণ্য এক)নম্বরের একটি ডাম্পার গাড়ি অসমে প্রবেশ করলে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ গাড়িটি দাড় করায়।তখন চালক ও সহ চালকের গতিবিধি দেখে অসম পুলিশের সন্দেহ হলে যথারীতি ডাম্পার গাড়ির বডিতে থাকা গোপন চেম্বার থেকে বিরাশি প্যাকেটে এক হাজার ছয়`শ চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।যার কালোবাজারি মুল্য দেড় কোটি টাকার উপরে হবে বলে জানিয়েছে অসম পুলিশ।এ কান্ডে লরির চালক ও সহ চালককে আটক করেছে পুলিশ।ধৃতদের নাম যথাক্রমে ফজির আলী ও রাকেশ গাজি।উভয়ের বাড়ি ত্রিপুরা রাজ্যে।অসম পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।তাদেরকে রবিবার করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে অসম পুলিশ।