ধর্মনগরঃ
হামসফর এক্সপ্রেস দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সমেত ধর্মনগর রেল পুলিশের হাতে আটক বহিঃ রাজ্যের সাত পাচারকারী।ধৃতরা যথাক্রমে আঞ্জিল কুমার,গোবিন্দ কুমার,তরিলাল মন্ডল,সনু কুমার, রাজকুমার যাদব, অখিলেশ যাদব ও পল্টু কুমার। উভয়ের বাড়ি বিহার রাজ্যে বলে জানা গেছে।জানা গেছে,শনিবার সকাল নয়টা নাগাদ ধর্মনগর রেল স্টেশনে হামসফর এক্সপ্রেস ট্রেন আসতেই ডি থ্রি নম্বরের কোচে তল্লাশি চালায় ধর্মনগর রেল পুলিশ। তল্লাশি চালিয়ে বহিঃ রাজ্যের সাত যুবককে আটক করা হয়।পরে তাদের ব্যাগে থেকে ছোট বড় প্যাকেটে সাতাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।এমর্মে রেল পুলিশের ইন্সপেক্টর উত্তম কুমার কলই জানান,গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। বর্তমানে শুকনো গাঁজা সমেত ধৃত সাত পাচারকারী রেল পুলিশের হেফাজতে রয়েছে। তিনি আরো জানান,গাঁজা গুলি আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।